পারমাণবিক এই ব্যাটারি টিকবে ১০০ বছর! তাছাড়া প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে ১০ গুণ শক্তিশালী
সম্প্রতি রাশিয়ার বিজ্ঞানীরা এমন পারমাণবিক ব্যাটারি তৈরি করেছেন। যা ১০০ বছর পর্যন্ত টিকে থাকবে! তাছাড়া প্রচলিত ব্যাটারিগুলোর চেয়ে ১০ গুণ শক্তিশালী এ ব্যাটারি দিয়ে হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত পেসমেকার থেকে শুরু করে মঙ্গলগ্রহের মিশনে মহাকাশযান পর্যন্ত ব্যবহার করা যাবে। খবর ডেইলি মেইল।
সংশ্লিষ্ট বিজ্ঞানীরা দাবি করছেন, পারমাণবিক শক্তি দ্বারা নির্মিত ব্যাটারিটি স্থায়ী পেসমেকার থেকে শুরু করে মহাকাশ অভিযানেও ব্যবহার করা যাবে। দৈনন্দিন কাজেও ব্যবহার করা যাবে। ব্যাটারিটিতে ইলেক্ট্রন ও পজিট্রনের রেডিয়েশন ব্যবহার করা হয়েছে। তাই কোনো ক্ষতি ছাড়াই মানব শরীরের ভেতরেও রাখা যাবে ব্যাটারিটি!
1,749 total views, 12 views today